কিছু ভুল করলে মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন : জনসভায় মদন মিত্র

10th January 2021 7:48 pm বাঁকুড়া
কিছু ভুল করলে মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন : জনসভায় মদন মিত্র


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   রবিবাসরীয় বিকেলে বাঁকুড়া জেলার বড়জোড়া হাই স্কুল ফুটবল ময়দানে বড়জোড়া যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় জনসভার । এই জনসভার প্রধান বক্তা ছিলেন  প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । তিনি বলেন আজকে হরিয়ানা যা করেছে আমরাও চ্যালেঞ্জ একসেপ্ট করলাম ।  এরপর হেলিকপ্টার বাঁকুড়ার মাটিতে নামতে দেব না। একটা জিপে করে যাচ্ছে ডানদিকে শুভেন্দু,বাঁ দিকে মুকুল, পিছনে অর্জুন এদিকে শীলভদ্র লুকিয়ে রয়েছে পেছন থেকে শোভন। তাহলে বিজেপি কোথায় ? তাহলে বিজেপি পার্টিকে তৃণমূল দখল করে নিলে ক্যান্সেল হয়ে যাবে তো। তিনি আরো বলেন ,  এবার ক্ষমা চাওয়ার পালা । মনে রাখবেন আমার একটা ভুলের জন্য আমাদের ভুলের জন্য দলকে মমতাকে দায়ী করবেন না। যদি কিছু ভুল করে থাকেন তাহলে মানুষের কাছে যান । হাতজোড় করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন । বড়জোড়ার সভাকে ঘিরে উৎসাহিত তৃণমূল শিবির । উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি মন্ত্রী শ‍্যামল সাঁতরা সহ জেলা নেতৃত্বরা । সভাস্থলে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট । প্রতি সপ্তাহে এই জেলায় এসে প্রতিটি বিধানসভার দলীয় কার্যালয়ে বৈঠক করবেন কর্মীদের সাথে বলে জানিয়েছেন তিনি । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।